ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

৬ কোটি শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
৬ কোটি শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারি বিভিন্ন কাজে নিয়োজিত শ্রমিক ও বেসরকারি খাতের শ্রমিক-কর্মচারীদের মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক ফেডারেশন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন খাতের শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।



সমাবেশে ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিনের নেতৃত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা এম দেলোয়ার হোসেন, এম এ গনি, সাফিয়া পারভিন, কামরুল হাসান প্রমুখ।

নেতারা বলেন, দেশের চালিকা শক্তি ৬ কোটি শ্রমিক। যারা সরাসরি উৎপাদনে নিয়োজিত। যাদের বড় একটি অংশ বেসরকারি খাতের। সরকার গত ৭ সেপ্টেম্বর দেশের ২১ লাখ সরকারি চাকরিজীবীর বেতন স্কেল ৯১ থেকে ১০১ শতাংশ বৃদ্ধি করেছে। কিন্তু ৬ কোটি শ্রমিকের মজুরি বৃদ্ধির কোনো উদ্যোগ নেই। এ বিষয়টি ভেবে দেখার আহ্বান জানান শ্রমিক নেতারা।

সরকারি খাতের মজুরি কমিশন এবং সব ব্যক্তি মালিকানাধীন খাতের মজুরি বোর্ড পুনরায় গঠন করে মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এফবি/এসইউজে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।