বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে ইমানুর (৩৫) নামে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইমানুর বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের সিকড়ী গ্রামের নূর ইসলামের ছেলে।
পুলিশ জানায়, ইমানুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তিন বছরের দণ্ডপ্রাপ্ত হন। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি ফের নিজ এলাকায় ফিরেছেন- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ইমানুরকে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এমজেড