ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

পবায় এক হাজার বোতল ফেন্সিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
পবায় এক হাজার বোতল ফেন্সিডিলসহ আটক ২

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার মুরারীপুর এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৩৩১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আটকরা হলেন, মুরারীপুর এলাকার হান্টু মণ্ডল (৩০) ও টিপু সুলতান (২৮)। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে ফেন্সিডিলসহ তাদের পবা থানায় সোপর্দ করা হয়েছে।

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক জিল্লুর রহমান জানান, আটকরা পবা উপজেলার মুরারীপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।