রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার মুরারীপুর এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৩৩১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন, মুরারীপুর এলাকার হান্টু মণ্ডল (৩০) ও টিপু সুলতান (২৮)। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে ফেন্সিডিলসহ তাদের পবা থানায় সোপর্দ করা হয়েছে।
রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক জিল্লুর রহমান জানান, আটকরা পবা উপজেলার মুরারীপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এসএস/আইএ