ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহী ধর্মপ্রদেশের ‘রজত জয়ন্তী’ মহোৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
রাজশাহী ধর্মপ্রদেশের ‘রজত জয়ন্তী’ মহোৎসব

রাজশাহী: রাজশাহী ধর্মপ্রদেশের রজত জয়ন্তী মহোৎসব শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনভর নানা আয়োজনে উদযাপিত হয়েছে। সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে খ্রিস্টান ধর্মালম্বীদের উপসনালয় ধর্মপ্রদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়।



প্রার্থনা সঙ্গীত, আদিবাসী নৃত্য, গীতিকাব্য ও ধর্মীয় যিশুবন্দনা সঙ্গীতানুষ্ঠান চলে দিনব্যাপী। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত মহানগরীর বাগানপাড়স্থ রাজশাহী ধর্মপ্রদেশ গৌরবময় ২৫ বছর উপলক্ষে হাজার হাজার খ্রিস্টভক্ত জমায়েত হন সেখানে।

এতে প্রধান অতিথি ছিলেন পোপের প্রতিনিধি কার্ডিনাল ফার্নান্দো ফিলোনি। এছাড়া বাংলাদেশে ভার্টিকান রাষ্ট্রদূত আর্চ বিষপ জজ কোচেরী ও বাংলাদেশের আর্চ বিশপ, বিশপ ও রাজশাহী অঞ্চলের ফাদার ও সিস্টাররা।

অতিথিদের ফুলের তোড়া ও নানান উপহার দিয়ে বরণ করেন রাজশাহী ধর্ম প্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। অনুষ্ঠানে প্রার্থনা আরাধনায় যিশুর প্রতি কৃতজ্ঞতা ও মহিমা কীর্তন করেন খ্রিস্টভক্তরা।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।