ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় মহিলা পরিষদের সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
নেত্রকোনায় মহিলা পরিষদের সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: ‘রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ কর, নারীর সমতা নিশ্চিত কর’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় মহিলা পরিষদের ত্রয়োদশ সম্মেলন শেষ হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই সম্মেলনে নারী নেত্রীদের মতামতের ভিত্তিতে জেলা কমিটির সভাপতি হিসেবে রেহেনা সিদ্দিকী ও সা.সম্পাদক তাহেজা বেগম নির্বাচিত হয়েছেন।



এর আগে সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা পরিষদের সহ-সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিটের প্রায় পাঁচ শতাধিক নারী নেত্রী অংশ নেন।

আলোচনা সভার শুরুতেই নারী জাগোরণ নারী মুক্তি আন্দোলনের প্রতিকৃত বেগম সুফিয় কামাল স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়। পরে জেলা শাখার  সভাপতি সাহিদা পাঠান ডেইজি’র সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।

সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা পরিষদের সহ-সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী, আ.লীগ নেতা পিপি অ্যাডভোকেট জি.এম পাঠান খান বিমল, স্বাবলম্বী উন্নীয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, সৈয়দা বিউটি, মুর্শেদা শিরীন মুক্তি প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।