ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে নবীন বরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে নবীন বরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) ফল-২০১৫ সেমিস্টারের মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহী মহানগরীর আলুপট্টিতে অবস্থিত ইউনিভার্সিটির একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন, বাণিজ্য অনুষদের বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আইন এবং বিজনেস স্টাডিজ বিভাগের মাস্টার্স প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন কথাসাহিত্যিক অধ্যাপক রাশেদা খালেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপ উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রেজারার (অনারারি) ও চিফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম ওয়াজেদ আলী।

ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. হাবিবুল্লাহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, প্রক্টর, সহকারী প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।