ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরের ছলেমানপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ছলেমানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির আঙিনায় ইয়ামিন অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। সবার অজান্তে হঠাৎ ইয়ামিন বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে ইয়ামিনকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এএটি/পিসি