গাইবান্ধা: বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও বাড়ছে ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগ। শুধুমাত্র গাইবান্ধা শহরেই ডায়রিয়া আক্রান্ত হয়েছেন দুই শতাধিক।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নারী-শিশুসহ ১৯৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন আরো ৩৩ জন।
রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের বহির্বিভাগের মেঝে ও করিডোরে রোগীদের রাখা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ডাক্তার নার্সসহ সবার ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানায়, বন্যার সময় শহর রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় গাইবান্ধা পৌর শহরের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে পানি। বন্যার পানি কমে যাওয়ার পর এসব এলাকায় দেখা দিচ্ছে পানিবাহিত রোগ।
ডায়রিয়া আক্রান্তরা অধিকাংশ শহর ও শহরতলীর বাসিন্দা। তাদের মধ্যে কয়েকজন অভিযোগ করে বলেন, পৌরসভার সরবরাহ করা পানি খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েছেন।
তবে, অধিকাংশ রোগী জানান, তারা কি জন্য ডায়রিয়া আক্রান্ত হয়েছেন তা বলতে পারছেন না। তবে, বন্যার দূষিত পানির কারণে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তারা।
সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরী বাংলানিউজকে জানান, ডাক্তার নার্সসহ চিকিৎসা সংশ্লিষ্টদের সবার ছুটি বাতিল করা হয়েছে। স্যালাইনসহ ওষুধের সঙ্কট নেই জানিয়ে তিনি বলেন, পথ্য হিসেবে রোগীদের চিড়া-কলা সরবরাহ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এমজেড