ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, অতঃপর শ্রীঘরে পুলিশ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, অতঃপর শ্রীঘরে পুলিশ! প্রতীকী ছবি

জয়পুরহাট: মেয়েটি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। ছেলেটি জয়পুরহাট পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত।

তারা দু’জন স্বামী-স্ত্রীর মিথ্যা পরিচয়ে একসঙ্গে বসবাস করে আসছিলেন। কিন্তু বিধি বাম, অবশেষে পুলিশের হাতেই আটক হয়ে শ্রীঘরে স্থান হয়েছে তাদের।

আটক পুলিশ কনস্টেবল শাহজাহান আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার শ্বাসকান্দর গ্রামের মনসুর আলীর ছেলে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শহরের সবুজনগর এলাকার আব্দুল আওয়ালের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, দেড়মাস আগে অনার্স প্রথম বর্ষের এক ছাত্রী ও শাহজাহান নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে শহরের সবুজনগর এলাকায় আব্দুল আওয়ালের বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

তবে, এতদিন ধরে তার গতিবিধি সন্দেহজনক হলে শুক্রবার দুপুরে কনস্টেবল শাহজাহান ওই বাসায় এলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আটক পুলিশ কনস্টেবল শাহাজাহান দুই সন্তানের জনক। এ ব্যাপারে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের হলে পুলিশ আদালতের মাধ্যমে দু’জনকে কারাগারে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
পিসি/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।