ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অস্ত্রসহ উজ্জ্বল মিয়া (২৮) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের গোনাউড়া থেকে তাকে আটকের পর দুপুরে আদালতে পাঠানো হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বাংলানিউজকে জানান, ডাকাত উজ্জ্বলের কাছ থেকে একটি দেশীয় পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এসময় তার তিনজন সহযোগী পালিয়ে যান। তার বিরুদ্ধে সরাইল থানায় আটটি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
পিসি/