ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

শিল্পী শাহাবুদ্দিনের জন্মদিনে শুভেচ্ছা হাসিনা-রেহানার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
শিল্পী শাহাবুদ্দিনের জন্মদিনে শুভেচ্ছা হাসিনা-রেহানার

ঢাকা: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের ৬৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল তাদের পক্ষে শিল্পীর বাসভবনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছ‍া জানান।



শিল্পী শাহাবুদ্দিন আহমেদ ১৯৫০ সালের ১১ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আলগী গ্রামে। শিল্পী শাহাবুদ্দিনের বাবা তায়েবউদ্দীন প্রধান ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। তার মায়ের নাম সাইফুন্নেছা আহমেদ।

বিংশ শতাব্দীর শেষভাগে একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী হিসেবে শাহাবুদ্দিন আহমেদের খ্যাতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ১৯৯২ সালে মাস্টার পেইন্টার্স অব কনটেম্পোরারি আর্টসের পঞ্চাশজনের একজন হিসেবে বার্সেলোনায় অলিম্পিয়াড অব আর্টস পদকে ভূষিত হন তিনি।

২০০০ সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পদকে ভূষিত করে। এছাড়া চিত্রকর্মে অসামান্য অবদানের জন্য ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নাইট উপাধি পেয়েছেন শাহাবুদ্দিন।

১৯৭১-এ মুক্তিযুদ্ধে নিজেও অংশগ্রহণ করেছিলেন গুণী এই শিল্পী। তিনি মনে করেন, মানুষের মুক্তিযুদ্ধ অদ্যাবধি চলমান, রং-তুলির দ্বৈত অস্ত্র সহযোগে তিনি এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে চলেছেন।

বাংলাদেশে সময়: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২১০৫
এসকে/এমজেএফ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।