ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
চুয়াডাঙ্গায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৪

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ডিস লাইন ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।



আহতরা হলেন- দশমী গ্রামের মরহুম সবুর আলীর ছেলে বাবু(২৫), বাকের আলীর ছেলে সাইফুল (২৮), মোফাজ্জেলের ছেলে হাসান (২৫) ও হাফিজুলের ছেলে নাইমুল (২৫)।

শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার দশমাইলের দশমী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লিয়াকত হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে দশমী গ্রামের আখ সেন্টারে সামনে দুইগ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৪ জন আহত হন। আহতদের মধ্যে ২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।