ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ব্লগার হত্যার বিচারে রাজপথে নামার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
ব্লগার হত্যার বিচারে রাজপথে নামার আহ্বান ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: মুক্তমনা ব্লগার হত্যাকারীদের বিচারে সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও নিহত ব্লগার অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক ড. অজয় রায়।
 
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে বাংলাদেশ যুব ইউনিয়নের দশম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


 
অজয় রায় বলেন, সত্য প্রতিষ্ঠায় কলম হাতে নেওয়া প্রগতিশীল লেখক বা ব্লগারদের প্রতি ইসলামি গোষ্ঠী নিষ্ঠুর মনোভাব নিয়ে একের পর এক তাদের হত্যা করছে। হত্যাকারীদের প্রশ্ন করে তিনি বলেন, একজন ব্যক্তিকে হত্যা করলে ইসলাম কায়েম হবে? ইসলাম তো শান্তির কথা বলে, হত্যার নয়।

সব ব্লগার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে খুনিদের বিচারে রাজপথে নামার আহ্বান জানান তিনি।
 
যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলনকারীদের ধর্মের দোহাই দিয়ে একে একে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
 
তিনি বলেন, ব্লগাররা যুদ্ধাপরাধীদের বিচার, মুক্ত চিন্তার বিকাশ, সমাজের অন্যায়ের বিরুদ্ধে কাজ করেন। ধর্মের দোহাই আর অপ্রপ্রচার চালিয়ে তাদের হত্যা করা হচ্ছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট সম্পর্কে তিনি বলেন, সরকার শিক্ষাকে বিভক্ত করেছে। বেসরকারি শিক্ষাকে সরকারই লাইন্সেস দিয়েছে। কিন্তু তারা এখন শিক্ষাকে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে শেষ পর্যন্ত আবার ভ্যাট আরোপ করেছে। ভ্যাট নামক পণ্যকে শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
 
৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে শিক্ষাকে আরও আধুনিক করতে এ খাতে বেশি-বেশি অর্থ বরাদ্দ দেওয়ার দাবি জানান ডা. ইমরান।
 
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ইউনিয়ন সভাপতি আবদুল্লাহ আল কাফী রতন। অনুষ্ঠান শেষে র‌্যালি বের করা হয়।
 
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
আরইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।