ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

নতুন সাজের পুরনো গাড়িতেই ঈদে বাড়ি ফেরা

খাইরুল আলম রাজিব, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
নতুন সাজের পুরনো গাড়িতেই ঈদে বাড়ি ফেরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসছে পবিত্র ঈদুল আজহা। ক’দিন পরই নাড়ির টানে বাড়িমুখী মানুষের স্রোত নামবে।

ট্রেন-লঞ্চের পাশাপাশি মানুষকে বাড়ি ফেরাতে ব্যস্ত থাকতে হবে গাড়িকেও।

মানুষের সেই স্রোত সামলাতে এবার পুরনো-ফিটনেটসবিহীন গাড়িগুলোকেও নতুন সাজে সাজানো হচ্ছে। রঙ, বডি ঘষা-মাজাসহ নানাভাবে পুরনো গাড়িগুলোকে ঈদে চলাচল উপযোগী করার চেষ্টা করছেন মালিকরা। আর এ মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরাও।

সম্প্রতি রাজধানীর ডেমরা-ভাঙ্গাপ্রেস এলাকার ওয়ার্কশপগুলোয় গিয়ে দেখা যায়, নিরলস কাজ করছেন মেরামত শ্রমিকরা। এদের কেউ গাড়িতে রঙ করছেন, কেউ রঙের আগে বডিতে ঘষা-মাজা করছেন।

যাত্রাবাড়ী এলাকার ভাঙ্গাপ্রেস থেকে শুরু করে ডেমরা ব্রিজ পর্যন্ত বিভিন্ন কারখানায়ও একই চিত্র দেখা যায়।

এসব কারখানার শ্রমিকদের মুখেও হাসি। ঈদ সামনে রেখে তারা বাড়তি আয়ের প্রত্যাশায় মনোযোগ দিয়ে কাজ করছেন।

তুলনামূলক সুন্দর ও দৃষ্টিনন্দন গাড়ি দিয়ে যাত্রীদের কাছ থেকে প্রত্যাশিত ভাড়া নেওয়া যাবে, এমন আশায় পরিবহন মালিকরাও খোশ মেজাজে।

বাংলাদেশ সময়: ০১০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।