ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাবির ওয়েবসাইট হ্যাকারদের বিরুদ্ধে মামলা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
ঢাবির ওয়েবসাইট হ্যাকারদের বিরুদ্ধে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.du.ac.bd) হ্যাকার ‘সাইবার ৭১’র বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হ্যাকার গ্রুপের একজন এডমিনকে শনাক্ত করতে পারলেও তার পুরো নাম ঠিকানা না পাওয়ায় তাকে এখনো গ্রেফতার করা যায়নি।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং শাহবাগ থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যারা হ্যাক করেছে, তাদের ইতোমধ্যেই  চিহ্নিত করা হয়েছে। হ্যাকারদের গ্রেফতারের চেষ্টা চলছে। শনিবার থেকে মামলাটি তদন্তের দায়িত্ব নেবে ডিবি পুলিশ।

ঢাবি ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এএম  আমজাদ জানান, শিক্ষার্থীরা আমাদের যে তথ্য দিয়েছে তাতে হ্যাকারকে চিহ্নিত করা গেছে। তবে পুরো নাম পরিচয় না পাওয়ায় তাকে গ্রেফতার করা  যায়নি এখনো।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর সাড়ে ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ঢাবি চুপ রয়েছে এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাবির ওয়েবসাইট হ্যাক করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংশ্লিষ্ট সেক্টরের বিশেষজ্ঞদের সহায়তায় তা উদ্ধারের চেষ্টা চলে। শুক্রবার দুপুর নাগাদ তা পুনরায় স্বাভাবিক হতে শুরু করে।

শুক্রবার দুপুরে ওয়েবসাইট সচল হয়ে উঠতে শুরু করে। তখন ওয়েব মাস্টার মোশতাক আহমেদ বাংলানিউজকে জানিয়েছিলেন পুরোপুরি ঠিক করতে কাজ চলছে।
তবে সন্ধ্যায় প্রবেশ করা গেলেও সন্ধ্যায় প্রবেশ করে দেখা যায়, ‘ওয়েবসাইট আন্ডার মেইনটেনেন্স মুড’ লেখা নোটিশ টাঙানো।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ওয়েবমাস্টার বলেন, আমরা কাজ চালিয়ে যাচ্ছি শনিবার নাগাদ ঠিক করতে পারবো বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।