বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক কাস্টমস ভবন থেকে ১৮ লিটার উন্নত মানের বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার (১১ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৫টায় চেকপোস্ট কাস্টমস ভবনের মধ্যে পাচারকারীদের ধাওয়া করে এই মাদক আটক করা হয়।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল চেকপোস্ট আর্ন্তজাতিক কাস্টমস্ ভবনে অবস্থিত ডিউটি ফ্রি শপ থেকে মাদকের একটি চালান অবৈধভাবে বিক্রি হয়ে পাচার হচ্ছে। পরে বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হলে চোরাচালানীরা দু’টি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের ভেতর থেকে ১৮ বোতল বিদেশি মদ (১৮ লিটার) জব্দ করে বিজিবি।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুর রহিম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, এর আগে অনেকবার তারা চেকপোস্ট কাস্টমস ডিউটি ফ্রি শপ থেকে অবৈধভাবে বিক্রি হওয়া মাদক ও সিগারেটের চালান আটক করেছে।
বাংলাদেশ সময়: ০২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
আরএ