ময়মনসিংহ: ময়মনসিংহে সরকারি জাল স্ট্যাম্প বিক্রয় ও মজুদের অভিযোগে ৩ প্রতারককে আটক করেছে র্যাব-১৪।
আটক ব্যক্তিরা হলেন- মো. উজির উদ্দিন মিয়া (৩৮), মো. ফারুক মিয়া (৩৬) ও জাকির হোসেন ওরফে সুমন (৩৪)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ র্যাব-১৪’র সহকারী পুলিশ সুপার (এএসপি) যুবরাজ হোসেন, সাজ্জাদ হোসেন এবং আব্দুল কাদেরের নেতৃত্বে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে শহরের স্টেশন গেট এলাকার সাদমান এন্টারপ্রাইজের পূর্ব পাশে নির্মাণাধীন একটি মার্কেটে অভিযান চালায় র্যাব।
র্যাব জানায়, অভিযানে ২ হাজার ৭৯৭টি ১০০ টাকা মূল্যের বিশেষ আঠালো জাল সরকারি স্ট্যাম্প ২ হাজার ৫২০টি ৫০ টাকা মূল্যের বিশেষ আঠালো জাল সরকারি স্ট্যাম্প, ১৬০টি ৫০ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ বিশেষ আঠালো জাল সরকারি স্ট্যাম্প, ১৬২টি ১০ টাকা মূল্যের জাল রাজস্ব স্ট্যাম্প, ৪১২টি ১০ টাকা মূল্যের আসল রাজস্ব স্ট্যাম্প ৬ হাজার ১৪৪টি ৫০ টাকা মূল্যের বিশেষ আঠালো আসল সরকারি স্ট্যাম্প, জাল স্ট্যাম্প বিক্রির ৮ হাজার ৭০১ টাকা, ৭৬০টি ১০০ টাকা মূল্যের স্ট্যাম্প উদ্ধার করা হয়।
এছাড়া ৩৭৭টি ৫০ টাকা মূল্যের স্ট্যাম্প, ৫২৬টি ৪০ টাকা মূল্যের, ৭৪টি ৩০ টাকা মূল্যের, ৩৭টি ২৫ টাকা মূল্যের, ২ হাজার ৫২৬টি ১০ টাকা মূল্যের, ২১ হাজার ৫ টাকা মূল্যের, ৭টি ৩ টাকা মূল্যের, ২৬৬টি ২ টাকা মূল্যের বড় স্ট্যাম্প, ৩ হাজার ৮৬৫টি ২ টাকা মূল্যের বাংলাদেশ অনুলিপি স্ট্যাম্প, ১ হাজার ৮৭৮টি ৪.৫৭ টাকা মূল্যের কাটিজ, ৭৮৮টি ২০ টাকা মূল্যের, ২১ হাজার ৭৩২টি ১০ টাকা মূল্যের, ৭ হাজার ৩৫টি ৪ টাকা মূল্যের, ৬ হাজার ৭৭৭টি ৩ টাকা মূল্যের, ২ হাজার ৩৪০টি ২ টাকা মূল্যের বাংলাদেশ কোর্ট ফি উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করে আসামিদের থানায় হস্তান্তর করা হয় বলে জানানো হয় র্যাব থেকে।
বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
আরএ