ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুকে নিয়ে রচনা

শনিবার পুরস্কার নিবেন মধুপুরের প্রমা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
শনিবার পুরস্কার নিবেন মধুপুরের প্রমা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর(টাঙ্গাইল): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচনা লিখে পুরস্কৃত হয়েছে টাঙ্গাইল জেলার মধুপুরের প্রমা রাণী সিংহ।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে এই পুরস্কার তুলে দেবেন।



জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকীর রচনা প্রতিযোগিতায় বিজয়ী হওযায় তাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের  সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী গণভবন থেকে সকাল ১১টায় বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ করবেন।

প্রমা রাণী সিংহ মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গত ২০১৩ সালে সপ্তম শ্রেণিতে অধ্যয়ণকালে প্রমা বঙ্গবন্ধুর ৯৩তম জন্মবার্ষিকীর রচনা প্রতিযোগিতায় অংশ নেন। ক’ বিভাগে উত্তম পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ায় তাকে বার্তা পাঠিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের ট্রাস্টি বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন।   বিদ্যালয় কর্তৃপক্ষ ও সহপাঠীরা ইতোমধ্যে প্রমাকে সংবর্ধনাও দিয়েছে। সংবর্ধনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিল্লাল হোসেন ফকির, প্রধান শিক্ষক আজিজুল হক লুলু, সহকারী প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, স্টুডেন্ট কেবিনেট সভাপতি পাপ্পু বক্তব্য রাখেন।

এ সময় তারা বলেন, রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় গত ২০০৩ সালে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়ে মধুপুরের জন্য জাতীয় সম্মান এনে দিয়েছিল। প্রমা রাণী সিংহের এবারের অর্জনে রাণী ভবানী তথা মধুপুরের জনগণ গর্বিত। সংবর্ধিত প্রমাও প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।