লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঝাঁকুয়াটারী এলাকায় গরুর ধাক্কায় মানিক চন্দ্র রায় (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাথর ব্যবসায়ী মানিক চন্দ্র রায়ের বাড়ি পাটগ্রাম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বানিয়াপাড়া এলাকায়।
পুলিশ জানায়, মানিক চন্দ্র সন্ধ্যায় মোটরসাইকেলে করে বুড়িমারী স্থলবন্দর থেকে পাটগ্রাম যাচ্ছিলেন। পথে ঝাঁকুয়াটারী ব্রিজের কাছে গরুর ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসআই