ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

উৎসবমুখর পরিবেশে চলছে বাপসা’র ভোটগ্রহণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
উৎসবমুখর পরিবেশে চলছে বাপসা’র ভোটগ্রহণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতির (বাপসা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ।
 
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।


 
সংগঠনের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ৮টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
এরমধ্যে সভাপতি পদে চারজন, নির্বাহী সভাপতি-১ পদে তিনজন, নির্বাহী সভাপতি-২ পদে দুজন, সাধারণ সম্পাদক পদে তিনজন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী রয়েছেন।
 
এছাড়াও সাংগাঠনিক সম্পাদক পদে তিনজন, অর্থ সম্পাদক পদে তিনজন ও প্রচার সম্পাদক পদে প্রার্থী রয়েছেন তিনজন।
 
বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভোটাররা সকাল থেকেই প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হয়েছেন ভোট দিতে। এ নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে প্রেসক্লাব চত্বরে।
 
বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।