ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

হিলিতে ২ লাখ পিস ভারতীয় ট্যাবলেট উদ্ধার

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
হিলিতে ২ লাখ পিস ভারতীয় ট্যাবলেট উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ছবি)

হিলি (দিনাজপুর): হিলি সীমান্তে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২ লাখ ৭ হাজার পিস গরু মোটাতাজাকরণ ও যৌনউত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যা।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে সীমান্তের বড়চড়া মাঠ এলাকা থেকে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।



বিজিবি বাসুদেবপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আতাহার আলী বাংলানিউজকে জানান, ভ্যারতীয় ট্যাবলেটের বড় একটি চালান সীমান্ত পার করে চোরাকারবারীরা দেশে নিয়ে আসছে, এমন সংবাদ পেয়ে বিজিবির একটি বিশেষ টহল ভোরে সীমান্তের বড়চড়া মাঠ এলাকায় অবস্থান নেয়।

এসময় চোরাকারবারী দলটি বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে কয়েকটি প্ল্যাস্টিকের বস্তার ভেতর হতে ভারতীয় গরু মোটাতাজাকরণ ট্যাবলেট ২ লাখ পিস, যৌনউত্তেজক ট্যাবলেট ২ হাজার পিস ও অনেগ্রা ট্যাবলেট ৫ হাজার পিস উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এসব ট্যাবলেটের বিজিবি নির্ধারিত সিজার মূল্য ৫০ লাখ ৫০ হাজার। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলি সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।