ঢাকা: ঢাকার তিনটি আদালতের দৈনন্দিন কার্যতালিকা ও মামলা নিষ্পত্তির তথ্য এখন থেকে মোবাইলে জানা যাবে। এ সংক্রান্ত মোবাইল অ্যাপসের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
আদালতগুলো হচ্ছে- ঢাকা জেলা ও দায়রা জজ আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচার বিভাগীয় সেমিনারে এ মোবাইল অ্যাপসের উদ্বোধন করেন প্রধান বিচারপতি।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
ইএস/এএসআর