লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের সরকারপাড়ায় অতিরিক্ত মদপান করায় বুলেট মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীররাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
বুলেট মিয়া ওই গ্রামের নবিয়ার রহমান প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা বাংলানিউজকে জানান, রাতে বাড়ির পাশের কামারপাড়া চৌধুরীর গোডাউন এলাকার মাঠে বসে মাত্রাতিরিক্ত মদ পান করেন বুলেট। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে পথচারীরা তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। এ অবস্থায় গভীররাতে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুস সোবহান বাংলানিউজকে বলেন, অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়েছে।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসআই