ঢাকা: বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড তার কর্মীদের নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে ‘নিরাপত্তা সপ্তাহ’ কর্মসূচি পালন করেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিষ্ঠানের ঢাকা এবং আঞ্চলিক অফিসগুলোতে ‘ঝুঁকি শনাক্তকরণ’ বিষয়ে সচেতনতা তৈরির সেশন অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির ভেতরে কর্মীদের নিরাপত্তার সঙ্গে কাজ করার ব্যাপারে উদ্যোগী করতে বেশ কয়েকটি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং একটি দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে এই উদ্যোগ বলে জানিয়েছে রবি।
কার্যক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা নিয়ে কর্মীদের অংশগ্রহণে একটি প্রতিযোগিতার আয়োজন ছিল। প্রতিযোগিতা থেকে চিহ্নিত ঝুঁকিসমূহ তাৎক্ষণিকভাবে সেইফটি টিমের মাধ্যমে সমাধানও করা হয়।
নিরাপত্তা সপ্তাহের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির সব কর্মীদের প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি সড়ক নিরাপত্তা, ঝুঁকি শনাক্তকরণ, অগ্নি নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা নীতি বিষয়ে সচেতনতা তৈরির জন্য কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
এসএমএস করে কুইজের উত্তর দেওয়ার মাধ্যমে রবি’র কর্মীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এছাড়াও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা রবি’র কর্মীদের প্রত্যেককে নিজের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে অনুরোধ করেন।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এমআইএইচ/এসএইচ