সাভার (ঢাকা): সাভার ও মানিকগঞ্জ থেকে দু’জনকে অপহরণ করে সাভারের বংশী নদীতে ফেলে হত্যার ঘটনায় উদ্ধার অভিযানে একজনের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকালে মরদেহটি উদ্ধার করা হয়।
গত ১০ সেপ্টেম্বর মানিকগঞ্জ থেকে কলেজছাত্র মো. মনির হোসেন(২২) ও ২৫ আগস্ট সাভার থেকে মুন্না (১৮)নামে দু’জনকে অপহরণ করা হয়। এ ঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৬ জনকে আটক করে।
পরে আটককৃতদের স্বীকারোক্তিমূলক তথ্য অনুযায়ী সাভার থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী ডুবুরি দল সাভারের বংশী নদীতে উদ্ধার অভিযান শুরু করে।
প্রাথমিকভাবে উদ্ধারকৃত মরদেহটি কলেজছাত্র মো. মনির হোসেনের বলে দাবি করেন মনিরের ফুপাতো ভাই মো. রাসেল মোল্লা। নিহতের পরনে সবুজ রঙের শার্ট ও জিন্স প্যান্ট ছিল।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আশ্রাফুল আজিম বলেন, আটককৃত অপহরণকারী চক্রের সদস্যদের তথ্যনুযায়ী গত ২৫ আগস্ট সাভার থেকে মুন্না ও ১০ সেপ্টেম্বর মানিকগঞ্জ থেকে কলেজ ছাত্র মনিরকে অপহরণ করেন তারা। মুক্তিপণ আদায় করে তাদেরকে হাত-পা বেধে সাভারের রানা প্লাজার ধ্বংসস্তুপের কংক্রিটের কয়েকটি খণ্ড শরীরের সঙ্গে বেধে জীবিত অবস্থায় সাভারের বংশী নদীতে ফেলে দেওয়া হয়।
এ তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে বিকালে বংশী নদীর চামড়া শিল্পনগরী ট্যানারির কাছাকাছি স্থান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এএসআর