দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ নয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে সায়েদা আক্তার রেখা (৩৭) নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত নারী আসামি দক্ষিণ নয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালিয়ে ওই আসামির নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে তাকে।
তিনি আরো জানান, ২০০৯ সালে চোরাকারবারের একটি মামলায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ মাসের কারাদণ্ড প্রদান করেন।
বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসইউ