ঢাকা: সাম্প্রতিক কালে দেশে জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন মিডিয়া। ডিজিটাল বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এ মাধ্যম।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ বিজনেস জার্নালিস্ট সোসাইটি আয়োজিত ‘ব্যবসা প্রসারে অনলাইনের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
শাহরিয়ার আলম বলেন, অনলাইন সাংবাদিকতার নামে দায়িত্বহীন আচরণ এবং নামে বেনামে গজিয়ে ওঠা অনলাইনগুলোই অনলাইন সাংবাদিকতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিষয়টি নজরদারিতে আনতে হবে।
অনলাইন মিডিয়ার মাধ্যমে বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ ব্যাপক উন্নয়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অনলাইন মিডিয়ার অপব্যবহার রোধে সরকার অনলাইন মিডিয়া পরিচালনা নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে। আইসিটি বিশেষজ্ঞ মোস্তফা জব্বারের নেতৃত্বে তথ্য মন্ত্রণালয় গঠিত একটি উপ-কমিটি স্টকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে এ খসড়া জমা দিয়েছে।
অনুষ্ঠানটিতে বিশিষ্ট আইটি ব্যক্তিত্ব মোস্তফা জব্বার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি শামীম আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
জেপি/এসইউ