কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরানোর অভিযোগে ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ইউপি কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যায় পুলিশ।
পরে রাতে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখানো হয় গোবরিয়া-আব্দুল্লাহপুরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং কুলিয়ারচর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমানকে।
কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসইউ