বরিশাল: বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন শোলনা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
আটক যুবক মো. বাবু ওরফে সুমন রাঢ়ী (২৫) উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের কাকড়াদাড়ী গ্রামের ছালেক রাঢ়ীর ছেলে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল আটক করে তাকে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় ডিবি।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ওই যুবককে আটক করা হয়। আটক যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় ডিবি।
বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসইউ