নেত্রকোনা: নেত্রকোনায় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন শহরের মালনী এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. আনিছ মিয়া (২৪) ও পূর্ব চকপাড়া এলাকার মো. সেকান্দার মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (২৫)।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে শহরের বারহাট্টা রোডে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় আটক করা হয় তাদের।
নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুই মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসইউ