ঢাকা: রাজধানীর ওয়ারীতে দুই মুদি ব্যবসায়ীর নগদ ৫২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন তারা।
জাকির (৩৫) ও ইস্রাফিল (৩৬) নামে ভুক্তভোগী দুই মুদি ব্যবসায়ী উত্তর মুগদার বাসিন্দা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় ওয়ারীর শেরেবাংলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ওই দুই মুদি ব্যবসায়ী মুগদা থেকে রিকশাযোগে শ্যামবাজার যাচ্ছিলেন। এ সময় চার থেকে পাঁচজন ছিনতাইকারী তাদের হাতে ও বুকে ধারালো অস্ত্রের আঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়।
আহত ওই দুই ব্যবসায়ী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এজেডএস/এসইউ