ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় জলদস্যু সন্দেহে আটক ১১

উপজেলা করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
পাথরঘাটায় জলদস্যু সন্দেহে আটক ১১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাথরঘাটা (বরগুনা): বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় জলদস্যু সন্দেহে ১১ জনকে আটক করেছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চরদুয়ানী বাজারের বরফ কলের ঘাট এলাকায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।



চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. লিটন হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আটকেরা হলেন-পিরোজপুর জেলার নাজিরপুর জেলার নাজিরপুরের কুমারখালী গ্রামের নওয়াব আলীর ছেলে আব্দুর রহমান, জুচখোলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে নজরুল ইসলাম, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বগা গ্রামের শুক্কুর আলী হাওলাদারের ছেলে জাহিদ, হোসেন আলীর ছেলে শুক্কুর আলী, বিষখালী গ্রামের আবদুল মাঝির ছেলে আজিজুল হক, আইয়ূব আলীর ছেলে গাউছ মিয়া, সোনাম উদ্দিন হাওলাদারের ছেলে নিজাম উদ্দিন হাওলাদার, গহুর আলীর ছেলে সেকান্দার আলী, লুৎফর রহমানের ছেলে রুবেল মাঝি, মজিবর বাওয়ালীর ছেলে পলাশ বাওয়ালী ও বিষখালী গ্রামের জহুর আলী মোল্লার ছেলে মফিজুল মোল্লা।

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫ (আপডেট: ০৯৫৯ ঘণ্টা)
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।