টাঙ্গাইল: মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী ও লবণবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিন জন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মির্জাপুর সদর উপজেলার কদিমধল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম জানা যায়নি।
গোরাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী গরুবাহী একটি ট্রাক কদিমধল্লা এলাকার মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী লবণবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
আহতদের মির্জাপুর কুমুদীনি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান হুমায়ন কবির।
বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসকেআর/জেডএফ/টিআই