ঢাকা: উপজেলা প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) কর্মচারীসহ ৭ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগর, কল্যাণপুর, বাংলামোটর ও শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ৭জন হলেন- মো. আকবর হোসেন, মো. নিয়ামুল হাসান ওরফে সৈকত, মো. হারুন অর রশীদ, মো. দেলোয়ার হোসেন, মো. রমজান আলী, মো. রুবেল আহম্মেদ ও মো. জাসিম সিকদার ওরফে রানা।
এরমধ্যে চক্রের মূল হোতা পিএসসির কর্মচারী মো. আকবর হোসেনকে বন্দরনগরী চট্টগ্রাম থেকে আটক করা হয়।
সোমবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি’র গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি জানান, দীর্ঘদিন ধরেই চক্রটি নানা ধরনের অপকর্ম করে আসছে। সর্বশেষ শনিবার অনুষ্ঠিত পিএসসির উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটায়।
‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, এ পর্যন্ত ২০ থেকে ২৫ জনের কাছে প্রায় ৩ লাখ টাকা করেও প্রশ্নপত্র বিক্রি করেছিলেন। ’
যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, চক্রটির মূল হোতা আকবরের আরেক এক সহযোগী ও পিএসসির কর্মচারী মো. বিল্লাল হোসেন এখনও পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
আটকৃতদের কাছ থেকে উপজেলা প্রকৌশলী নিয়োগ পরীক্ষার হুবহু প্রশ্নপত্র, উত্তরপত্র, পরীক্ষার প্রবেশপত্র ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
ডিবি পুলিশ সূত্র জানায়, আটক হওয়াদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫, আপডেট: ১৭২৬ ঘণ্টা
এসজেএ/বিএস/এমএ