ঢাকা: রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আরিফুল ইসলাম পাটোয়ারী (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ চাঁদপুর সদর উপজেলার শাহরাস্থি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। রাজধানী ফার্মগেটের ইন্দিরা রোড এলাকায় তিনি ভাড়া বাসায় থাকতেন।
আরিফুলের বোন জামাই আবুল কালাম বাংলানিউজকে জানান, কমলাপুরের ইনল্যান্ড কন্টেইনার ডিপোর (আইসিডি) ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই আমার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে এ ঘটনায় ঘাতক বাস চালককে আটক করা হয়েছে বলে জানান এসআই ফারুক। এছাড়া নিহত আরিফের ঠিকানা সংগ্রহে কাজ করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫/আপডেট ১১২৫ ঘণ্টা
এজেডএস/জেডএফ/বিএস