ঢাকা: সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ।
এক শোকবার্তায় ভূমি মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম অনুসারি এ নেতার নিঃশব্দে চলে যাওয়া সারাবিশ্বের বাঙালি আওয়ামী প্রজন্মকে শোকের চাদরে ঢেকে দিলো।
শোকবার্তায় মহসিন আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
পিআর/জেডএস