ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

টেকনাফে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
টেকনাফে ৩০ হাজার ইয়াবা উদ্ধার ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের  টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।



সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা লবনের মাঠ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ বিজিবি ৪২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ বাংলানিউজকে জানান, সকালে ওই এলাকায় বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এ সময় কয়েকজন পথচারী ওই এলাকা দিয়ে যাচ্ছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি সদস্যরা তাদের থামতে বলে। এ সময় তারা দৌড় দিলে বিজিবি তাদের ধাওয়া করে। এ সময় তারা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা প্যাকেটটির ভেতর থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করে।

উদ্ধার করা ইয়াবা পরবর্তীতে ধ্বংস করা হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।