ঢাকা: সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, এরকম একজন নেতার হঠাৎ চলে যাওয়া সারাবিশ্বের বাঙালি আওয়ামী প্রজন্মকে শোকের চাদরে ঢেকে দিলো। দলের প্রতি এ মহান নেতার ত্যাগের কথা জাতি শ্রদ্ধার ভরে স্মরণ করবে।
তিনি মহসিন আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমআইএইচ/বিএস
** সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
** সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে ভূমি মন্ত্রীর শোক
** এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মহসিন আলীকে
** এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মহসিন আলী
** সমাজকল্যাণ মন্ত্রীর স্বাস্থ্যের উন্নতি
** সমাজকল্যাণ মন্ত্রী শারীরিক অবস্থার উন্নতি