ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনাঞ্চলে করের লক্ষ্যমাত্রা ১৪২৫ কোটি টাকা

মাহবুবুর রহমান মুন্না, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
খুলনাঞ্চলে করের লক্ষ্যমাত্রা ১৪২৫ কোটি টাকা ছবি: মানজারুল ইসলাম / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা কর অঞ্চলের আওতায় ২২টি সার্কেলে ২০১৫-১৬ অর্থ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ১ হাজার ৪২৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

খুলনা কর অঞ্চলের কর কমিশনার সুনীল কুমার সাহা বাংলানিউজকে দেওয়া একান্ত সাক্ষাতকারে এ তথ্য জানান।



রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কর কমিশনারের কার্যালয়ে নবাগত এ কমিশনার সাক্ষাতকার দেন।

এ সময় তিনি জানান, রাজনৈতিক পরিস্থিতি স্থির থাকলে এ লক্ষ্যমাত্র অর্জন করা সম্ভব হবে। কর বান্ধব পরিবেশ সৃষ্টি করে রাজস্ব আদায়ের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব। দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে হলে সবাইকে কর দিতে হবে। এব্যাপারে জনগণকে সচেতন করতে পারলে সার্বিক উন্নয়ন হবে।

তিনি আরও জানান, ২০১৪-১৫ অর্থ বছরে এ অঞ্চলে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ১২০ কোটি টাকা, আর আদায় হয়েছে ৯৩৭ কোটি টাকা। আশা করি এবার লক্ষ্যমাত্র পূরণ হবে।

তিনি বলেন, আয়কর দেওয়ার উৎসাহ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ নৌ-বাহিনী ঘাঁটি তিতুমীর ফেয়ারওয়ে হল প্রাঙ্গণে  ১৬- ২২ সেপ্টেম্বর ৭ দিনব্যাপী কর মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা বিভাগের প্রতিটি জেলায় ৪ দিনব্যাপী আয়কর মেলার আয়োজন করা হয়েছে। আর প্রথমবারের মতো এ বছর যশোর ঝিকরগাছা, নওয়াপাড়া, ঝিনাইদহের কালীগঞ্জ, কুষ্টিয়ার ভেড়ামারা, বাগেরহাটের মংলা ও সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় ২দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, মেলায় এসে নতুন করদাতারা ই-টিআইএন রেজিস্ট্রেশন কার্যক্রম ও বর্তমান করদাতারা রি-রেজিস্ট্রেশন, চলতি করবর্ষের আয়কর রিটার্ন জমা, হেল্প ডেস্কে রিটার্ন পূরণের সহায়তা, সোনালী ও জনতা ব্যাংকের বুথের মাধ্যমে আয়কর পরিশোধ সুবিধা, আয়কর অধিক্ষেত্র তথ্য দেওয়া, আয়কর আইন বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ ও মেলায় মহিলা, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য পৃথক কাউন্টারের সুবিধা দেওয়া হবে।

তিনি বলেন, ঢাকায় অনলাইনে কর দেওয়ার সুবিধা চালু করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে দেশের জেলা ও বিভাগীয় শহরে এ কার্যক্রম চালু করা হবে।

কর মেলায় খুলনাঞ্চলে কত জনকে সম্মাননা দেওয়া হবে জানতে চাইলে কর কমিশনার বলেন, খুলনা বিভাগের ১০টি জেলা নিয়ে খুলনা কর অঞ্চল গঠিত। এ কর অঞ্চলের আওতায় ২২টি সার্কেলে ২ লাখ ৩৪ হাজার ৩৪ জন করদাতা রয়েছে। খুলনা কর অঞ্চলের আওতায় বিভাগীয় পর্যায়ে ৫৫ জন সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী করদাতাদের সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হবে। ১৫ সেপ্টেম্বর আয়কর দিবসে এ সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হবে।

এরইমধ্যে সম্মাননা দেওয়ার জন্য ৩৩ জন সর্বোচ্চ করদাতা ও ২২ জন দীর্ঘ মেয়াদী করদাতাকে নির্বাচিত করা হয়েছে। খুলনা সিটি করপোরেশনসহ প্রত্যেক জেলায় ৩ জন সর্বোচ্চ ও ২ জন দীর্ঘ মেয়াদী করদাতা সম্মাননা পাচ্ছেন।

সুনীল কুমার সাহা বলেন, খুলনা চেম্বারের পরিচালনা পরিষদসহ এ অঞ্চলের বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে গত কয়েকদিন আগে মতবিনিময় করা হয়েছে। তারা কর মেলায় এসে কর দিবেন বলে আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, এক সময় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে কর নিয়ে ভয়-ভীতি ছিলো। কিন্তু মেলার মাধ্যমে সে ভয় দূর হয়েছে। কর দেওয়া নিয়ে এখন আর জনমনে ভীতি নেই।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমআরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।