নীলফামারী: নীলফামারী জেলার ডিমলায় মনিরা বেগম (৩৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রাম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
মনিরা স্থানীয় মোস্তাফিজুর রহমানের স্ত্রী।
তথ্যের সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন খান বাংলানিউজকে বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মনিরা বেগমের মুখ দিয়ে বুদবুদ বের হওয়ায় মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরে মৃত্যুর কারণ জানা যাবে।
ইতোমধ্যে মরদেহটি নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এটি