নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে বিপ্লব হোসেন (১৬) নামে এক শিক্ষার্থী সাপের কামড়ে মারা গেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাগুড়া ইউনিয়নের শিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে মাছ ধরতে গিয়ে বিপ্লবকে সাপ কামড়ালে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এটি