ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহের দক্ষিণ নারায়ণপুরে পল্লী বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ঝিনাইদহের দক্ষিণ নারায়ণপুরে পল্লী বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ নারায়ণপুর গ্রামে পল্লী বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করেন।



এ সময় উপস্থিত ছিলেন-ঘোড়শাল ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ, ঝিনাইদহ পল্লী বিদ্যুতের প্রকৌশলী ডিজিএম (কারিগরি) গোলাম মোস্তফা, এজিএম মোজাম্মেল হক, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ।

অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস।

প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে ২.৩৯৬ কিলোমিটার সংযোগের এই বিদ্যুৎ লাইনে ওই গ্রামের কয়েক হাজার পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হবে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।