ঝিনাইদহ: যাকাত বোর্ডের অর্থায়নে ঝিনাইদহে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মেশিন বিতরণ করা হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সে সময় উপস্থিত ছিলেন-ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি, এনটিভি ও যুগান্তরের ঝিনাইদহ স্টাফ করেসপন্ডেন্ট মো. মিজানুর রহমান, ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক সুলতান আহম্মেদসহ ঝিনাইদহ জেলার পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তা।
ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে জেলার ছয়টি উপজেলার সাতজন নারী ও একজন পুরুষকে সেলাই মেশিন দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
আরএ