ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

টেকনাফে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, আটক ৪

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
টেকনাফে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, আটক ৪

টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আজিজুল হক মার্কিন (৩৫) নামে এক যুবক ‍মারা গেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়ায় এ ঘটনা ঘটে।



একই ঘটনায় তার ছোট ভাই নুরুল হক গুলিবিদ্ধ হয়েছেন।

মার্কিন স্থানীয় মৃত মোজাহের মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, স্থানীয় জালাল আহমদ গংয়ের সঙ্গে মার্কিনের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ (সোমবার) সকালে জালাল ওই জমি দখল করতে এলে মার্কিনরা বাধা দেয়। এসময় জালালের সহকারীরা মার্কিন ও তার ভাইকে গুলি করলে ঘটনাস্থলেই মার্কিন মারা যান এবং তার ছোট ভাই নুরুল হক গুলিবিদ্ধ হন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বাংলানিউজকে বলেন, এ ঘটনায় নাজিরপাড়ার জালাল আহমদ (৪০) ও তার ছেলে জসিম উদ্দিন (২২), একই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে নুর মোহাম্মদ (৩২) ও ছৈয়দ আলমকে (২৮) আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।