ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

নতুন দ্বিপাক্ষিক চুক্তির দাবি

সারাদেশে চা শ্রমিকদের দুই ঘণ্টা কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
সারাদেশে চা শ্রমিকদের দুই ঘণ্টা কর্মবিরতি ছবি : বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন/বাংলানিউজটুয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): সারাদেশের ফাঁড়ি বাগানসহ ২৪০ চা বাগানে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চা শ্রমিকরা। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (বাচাশ্রই) অন্তর্গত ৭টি ভ্যালি কমিটি এবং প্রতিটি চা বাগান পঞ্চায়েত কমিটির নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।



সাপ্তাহিক ছুটির দিনের মজুরি প্রদানসহ দ্বিপাক্ষিক চুক্তি দ্রুত সম্পাদন করার দাবিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলে এ প্রতীকী কর্মবিরতি।

সরেজমিনে ভাড়াউড়া চা বাগান, ফুলছড়া চা বাগান এবং কালিঘাট চা বাগান ঘুরে দেখা গেছে, শত শত শ্রমিক কর্মবিরতি পালনকালে পাতা উত্তোলনের বিভিন্ন সামগ্রী নিয়ে একত্রিত হন। শ্রমিকরা তাদের দাবির সমর্থনে স্লোগান দেন।

ইতোপূর্বে সম্পাদিত দুই বছরের চুক্তির সঙ্গে সাপ্তাহিক ছুটির দিনের মজুরি প্রদানের বিষয়টি রেখে নতুন করে চুক্তি সম্পাদনের দাবি জানাচ্ছেন শ্রমিকরা। শ্রমিকদের এ দাবি নিয়ে চা বাগানের মালিকপক্ষের সঙ্গে তাদের ইতোমধ্যে মোট বারটি সভা হলেও চুক্তি হয়নি। এখন সেটি দ্রুত সম্পাদনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবেই এ কর্মবিরতি কর্মসূচি দেওয়া হয়।

ভাড়াউড়া চা বাগানের নারী শ্রমিক ময়না হাজরা, গীতা ভূমিজ ও আসিয়া বেগম বলেন, ‘হামাদের চুক্তি বাস্তবায়ন করতে হবেক’।
 
বালিশিরা ভ্যালি কমিটির সভাপতি বিজয় হাজরা বাংলানিউজকে বলেন, আগামী ২০ সেপ্টেম্বর চা বাগান মালিকদের সঙ্গে আমাদের আরেকটি সভা হওয়ার কথা রয়েছে। সেদিন যদি সাপ্তাহিক ছুটির দিনের মজুরি প্রাপ্তিসহ দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন না করা হয় তবে আমাদের আন্দোলন আরো কঠোর হবে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (বাচাশ্রই) সাধারণ সম্পাদক রামভজন কৈরি বাংলানিউজকে বলেন, আমাদের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। ৯৪ হাজার শ্রমিক যার যার নিজ নিজ বাগানে অবস্থান করে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। দু’ ঘন্টার কর্মবিরতির পর শ্রমিকরা তাদের কাজে ফিরে গেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
বিবিবি/এএসআর

** দেশব্যাপী চা শ্রমিকদের দুই ঘণ্টা কর্মবিরতি সোমবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।