ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে পানিতে ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
দৌলতপুরে পানিতে ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু ছবি: প্রতীকী

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিলের পানিতে ডুবে মিম (১০) ও ঋতু (৯) নামে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দাড়পাড়া গ্রামের গইড়ির বিলে সাঁতার শিখতে গিয়ে ডুবে মারা যায় ‍তারা।


 
স্থানীয়রা জানায়, ওই গ্রামের সুকচাঁদের মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী মিম (১০) ও তার খালাতো বোন একই গ্রামের রিয়াজুল হকের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী রিতু (৯) বাড়ির পাশে গইড়ির বিলে বোতল নিয়ে সাঁতার শিখছিল।

হঠাৎ তাদের হাত থেকে বোতল ফসকে বেরিয়ে গেলে ডুবে যায় তারা। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।