ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

শার্শায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
শার্শায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২ ছবি : প্রতীকী

বেনাপোল (যশোর): মোবাইল চুরির অভিযোগে যশোরের শার্শা উপজেলায় সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উলাশী ইউনিয়নের যদুনাথপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

 
 
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- যদুনাথপুর গ্রামের প্রবাসী রফিকুলের স্ত্রী রাশেদা ও তার আত্মীয় আইয়ুব আলী।  
 
এর আগে, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নিহত সাইফুলের ভাই সোহরাব হোসেন বাদী হয়ে শার্শা থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা দয়ের করেন।  
 
স্থানীয়দের দাবি, শনিবার রাতে যদুনাথপুর গ্রামে প্রবাসী রফিকুলের স্ত্রী রাশেদার বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। এ অভিযোগে তার স্বজনরা রোববার ভোরে সাইফুলকে বাড়ি থেকে ধরে নিয়ে আসে। পরে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে তাকে মারপিট করে।  
 
এ সময় তার হাত ও পায়ের নখ তুলে এবং শরীরের বিভিন্ন অংশ ব্লেড দিয়ে কেটে লবণ ও মরিচের গুড়া ঢেলে দিয়ে নির্যাতন করা হয় তাকে। এক পর্যায়ে তাকে মৃত ভেবে পালিয়ে যায় নির্যাতনকারীরা।
 
পরে, খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সকাল ১০টার দিকে সে মারা যান সাইফুল। নিহতের স্বজন ও স্থানীয়রা এ হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিচার দাবি করেছেন।   
 
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।
 
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।