ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

বিএমপি’র আইনশৃঙ্খলা বিষয়ক সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
বিএমপি’র আইনশৃঙ্খলা বিষয়ক সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: আসন্ন কোরবানির ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন সহ নগরবাসীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)।

এক্ষেত্রে পুলিশের পাশাপাশি বাস-লঞ্চসহ বৈধ বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে নগরবাসীর সহায়তা কামনা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী।



সোমবার সকাল ১১টায় নগরীর পুলিশ লাইনসের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষ ও নগরবাসীর নিরাপত্তা ও যানমালের হেফাজতের লক্ষে যার যার অবস্থানে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। লঞ্চ ও বাসে বাড়িফেরা মানুষ যাতে অজ্ঞান পার্টি, ছিনতাইকারীসহ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের শিকার না হয়, সে লক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

বাস ও লঞ্চে অতিরিক্ত যাত্রী যাতে বহন করা না হয় সে জন্য সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, সকলের সহযোগিতায় গত ঈদে আমরা শান্তিপূর্ণ কাটিয়েছি, সরকারও এর প্রশংসা করেছেন এবারও যেন সেটা আমরা করতে পারি।

তিনি বলেন, পশুর হাটগুলোকে কেন্দ্র করে যাতে কোনো চাঁদাবাজি, জাল-টাকা ব্যবসায়ীদের তৎপরতাসহ সব অপরাধমূলক কর্মকাণ্ড রোধে তৎপর রয়েছে পুলিশ। এক্ষেত্রে প্রতিটি হাটে মাইকের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন হাট ইজারাদারদের প্রতি। পাশাপাশি জালটাকা শনাক্তকরণে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সহায়তা করা হবে।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী গোয়েন্দা তৎপরতাসহ সকল ধরনের কার্যক্রম জোরদার ভাবে পরিচালনা করবেন। বরিশাল নগরের অফিস পাড়াগুলোকে বিশেষ নজরদারিতে আনা হবে।

তিনি আরও বলেন, পশুবাহী কোনো ট্রাকে তল্লাশি করা হবে না। তবে যদি মাদকবহনের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়, তাহলে তা তল্লাশি করা হবে। এছাড়া ঈদুল আযহায় অবৈধভাবে পশুর চামড়া পাচার রোধে চামড়াবাহী ট্রাকে বিশেষ নজরদারি ও ঢাকা অভিমুখে যাওয়ার সিদ্ধান্ত হয়।

ঘরেফেরা মানুষের কোরবানির ঈদ উৎসবের আনন্দ নিবিঘ্নে উদযাপনের লক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএমপি’র উপ-পুলিশ কমিশনার সোয়েব আহামদ, গোলাম রউফ খান, আবু রায়হান মো. সালেহ ও মো. হাবিবুর রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, লঞ্চ-বাস-থ্রি হুইলার যান মালিক-শ্রমিক নেতারা, সড়ক ও নৌ-পরিবহন সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।