খুলনা: খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। বটিয়াঘাটায় সাংবাদিকদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের মিথ্যা মামলা, হয়রানি, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ ও কারণ ছাড়াই অর্থ জরিমানার প্রতিবাদে এবং তাকে প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন পালন করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে খুলনা জেলার ৯টি উপজেলা প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সদস্যরা অংশ নেন।
খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য কৌশিক দের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক জন্মভূমি সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্না, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, বিএফইউজে’র সহ সভাপতি মামুন রেজা, এমইউজে’র সাধারণ সম্পাদক হাসান আহম্মেদ মোল্লা, সাংবাদিক নেতা মোজাম্মেল হাওলাদার, সোহরাব হোসেন, সামছুজ্জামান শাহীন, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, রূপসা প্রেসক্লাবের সভাপতি তরুন চক্রবর্তী বিষ্ণু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, কয়রা প্রেসক্লাবের হারুনুর রশিদ, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফরিদ রানা প্রমুখ।
খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর, নগর সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান মিজান এ মানবন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন।
আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অমল সাহা, আবু তৈয়ব, বিএফইউজে’র সদস্য হুমায়ূন কবিরসহ সাংবাদিক নেতারা।
ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটি, খুলনা টিভি ক্যামেরাম্যান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মানবাধিকার বাস্তবায়ন কমিটি, সাম্যবাদী দলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমআরএম/এএসআর