ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে কিশোরী ধর্ষণকারীদের বিচার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ঝালকাঠিতে কিশোরী ধর্ষণকারীদের বিচার দাবিতে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: ঝালকাঠিতে লঞ্চের স্টাফ কেবিনে কিশোরীকে ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও ধর্ষকদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝালকাঠি জেলা শাখা।

 

সংগঠনের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট লিয়াকত হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি দিপু লাল দাস, সাধারণ সম্পাদক আবু সাইদ খান, কমিউনিস্ট পার্টির নেতা কমরেড প্রশান্ত দাস হরি, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর আলম, হাফিজ আল মাহমুদ, ইদ্রিস মল্লিক, ব্লগার জালাল আহমেদ প্রমুখ।

বক্তারা ধর্ষক ঝালকাঠি পৌর যুবলীগের সভাপতি আব্দুল হক খলিফার ছেলে ও ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার এমএলএস আরিফ খলিফা ও তার সহযোগীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন। যদি তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হয় তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচী পালনের ঘোষণা দেওয়া হয়।

বুধবার বিকেলে ঝালকাঠিতে সুন্দরবন লঞ্চের স্টাফ কেবিনে নিয়ে এক কিশোরীকে ধর্ষণ করে পৌর যুবলীগ সভাপতির ছেলে আরিফ খলিফা ও তার সহযোগী।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।